ইম্ফল, ১ সেপ্টেম্বর : মণিপুরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে মাদক পাচারকারী, জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য এবং অস্ত্র চোরাকারবারিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ।
গত ৩১ আগস্ট টেংনৌপাল জেলার টেংনৌপাল নাকা চেক পোস্টে অভিযান চালিয়ে পুলিশ আটক করে দুই মাদক পাচারকারী — জাহিয়া খান (২৫) এবং মো. জামির খান (২৩)-কে। তারা দু’জনই মোরেহ প্রেমনগর ওয়ার্ড নং ৪-এর বাসিন্দা। অভিযানে ৩.৩৮৭ কেজি ডাব্লিউওয়াই ট্যাবলেট এবং একটি চারচাকা গাড়ি উদ্ধার করা হয়েছে।
একই দিন চুরাচাঁদপুর জেলার সিংহাত থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ২৪টি সাবান কেসে রাখা ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছে দু’জন — পাওখোলাল (৫৩), লাংহোই ভেং-এর বাসিন্দা এবং কমখোলাল ওরফে লালপু (৪৩), জোলজাম গ্রামের বাসিন্দা।
মণিপুর পুলিশ জানিয়েছে, প্রিপাক নামক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। লাইশ্রম সুরঞ্জয় সিং ওরফে লামখোনবা (৩৯), মৈরাংকাম্পু আওয়াং লাইকাই-এর বাসিন্দা, যিনি ইম্ফল ইস্টের তাখেল আওয়াং লাইকাই থেকে গ্রেফতার হন।
* অপরজন ফুরিষবম ধর্মরাজ সিং ওরফে ফিরেপা (২৫), ইম্ফল ওয়েস্টের কান্তো সাবাল কেইঙ্গামের বাসিন্দা, যাকে খোংঘমপাট মন্ত্রি লাইকাই এলাকা থেকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি আধার কার্ডসহ একটি ওয়ালেট বাজেয়াপ্ত করা হয়েছে।
।।।।।।

