ভক্তিমুখর আবহে পালিত হল শ্রীরাধিকার জন্মতিথি রাধাষ্টমী

আগরতলা, ৩১ আগস্ট : কৃষ্ণ ভক্তদের কাছে রাধাষ্টমী শুধু একটি পূজা নয়, বরং ভক্তি, প্রেম ও আধ্যাত্মিকতার অনন্য প্রকাশ। রবিবার (৩১ আগস্ট) সারা দেশজুড়ে ভক্তিভরে পালিত হল শ্রীরাধিকার জন্মতিথি রাধাষ্টমী। পঞ্জিকা অনুসারে, প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধাষ্টমীও ভক্তদের কাছে সমান তাৎপর্যপূর্ণ উৎসব হিসেবে ধরা হয়।

আজকের দিনটিতে দেশের নানা প্রান্তের মতোই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মন্দিরে বিশেষ পূজার্চনা, ভজন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পালিত হচ্ছে রাধাষ্টমী। রাজধানী আগরতলার ইসকন মন্দিরে ভক্তদের ঢল নামে। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা, আরতি। ভক্তরা ভক্তি ভরে শ্রীরাধার আরাধনা করেন।

উৎসব উপলক্ষে সকাল থেকে মন্দিরে ছিল আধ্যাত্মিক আবহ। ভক্তদের বিশ্বাস, রাধার প্রতি ভক্তি ও পূজা অর্পণ করলে সংসার জীবনে শান্তি ও কল্যাণ লাভ হয়।