নয়ডা, ৩০ আগস্ট : ভারতের প্রথম টেম্পারড গ্লাস উৎপাদন প্ল্যান্ট “অপটিয়ামস ইনফ্রাকম লিমিটেড” এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। এই প্ল্যান্টটি উত্তরপ্রদেশের নয়ডায় স্থাপিত হয়েছে এবং এর মাধ্যমে দেশি উৎপাদন শুরুর পর, ভারতের ফোন শিল্পে আমদানির উপর নির্ভরতা কমবে।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান যে, এখন পর্যন্ত ভারত ফোনের জন্য টেম্পারড গ্লাস আমদানি করত, কিন্তু নতুন এই প্ল্যান্টের মাধ্যমে দেশ প্রায় ২.৫ কোটি টেম্পারড গ্লাস উৎপাদন করতে সক্ষম হবে।
এছাড়া তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির জন্য ধন্যবাদ জানান, যার ফলে গত ১১ বছরে দেশের ইলেকট্রনিকস উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে গত ১১ বছরে দেশের ইলেকট্রনিক্স উৎপাদন প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রনিক্স রপ্তানি আট গুণ বৃদ্ধি পেয়েছে। মোবাইল, ল্যাপটপ, সার্ভার, হার্ডওয়্যার উপাদান এবং রাউটার—এই সকল পণ্যের উৎপাদন এখন ভারতে শুরু হয়েছে। একে একে সব উপাদান ভারতে উৎপাদিত হচ্ছে,” বৈষ্ণব বলেন।
মন্ত্রী আরও জানান, ইলেকট্রনিকস উৎপাদন বর্তমানে দেশে প্রায় ২৫ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে। “একটি একটি করে মূল্য সংযোজন বাড়ছে ভারতে। একটি শক্তিশালী ইলেকট্রনিকস ইকোসিস্টেম তৈরি হচ্ছে ভারতীয় মাটি থেকে। বর্তমানে ভারতে প্রায় ২৫ লক্ষ লোক ইলেকট্রনিকস উৎপাদন ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন,” তিনি মন্তব্য করেন।
এর আগে ২৮ আগস্ট, আশ্বিনী বৈষ্ণব গুজরাটের সানন্দে “আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট” সুবিধা উদ্বোধন করেন, যেখানে সেমিকন্ডাক্টর চিপের উৎপাদন শুরু হবে। সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষেত্রের জন্য প্রাথমিকভাবে তৈরি পাইলট লাইনটি শীঘ্রই জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন ঘোষণা দেন মন্ত্রী।
এই সেমিকন্ডাক্টর ওএসএটি প্ল্যান্টটি সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস লিমিটেড এবং রেনেসাস ইলেকট্রনিকস আমেরিকা ইনকর্পোরেটেড এবং স্টারস মাইক্রোইলেকট্রনিকস (থাইল্যান্ড) পাবলিক কোম্পানি লিমিটেডের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে। প্ল্যান্টটি প্রায় ৭,৬০০ কোটি টাকা বিনিয়োগে স্থাপন করা হয়েছে।

