পাঁচ বাংলাদেশী এবং এক ভারতীয় যুবক আটক

আগরতলা, ৩০ আগস্ট : পাঁচ বাংলাদেশী এবং এক ভারতীয় যুবক আটক যাত্রাপুর থানা এলাকায়। সিপাহিজলা জেলার ভবানীপুর এলাকায় বড় সাফল্য পেলো ৬৯ নং বি.এস.এফ ব্যাটালিয়ন।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিএসএফ সদস্যরা অবৈধভাবে ভারতে প্রবেশ করা পাঁচ বাংলাদেশী যুবক এবং তাদের সহযোগী এক ভারতীয় যুবককে আটক করে যাত্রাপুর থানার হাতে তুলে দেয়।তদন্তে জানা গেছে, মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে দালাল চক্রের সহায়তায় ওই পাঁচ বাংলাদেশী যুবককে মাত্র ২ দিনের মধ্যে আধার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরিশেষে তাদের হাতে তুলে দেওয়া হয় জাল আধারকার্ড।

বি.এস.এফের হাতে আটক হওয়ার পর আটককৃতদের নাম জানা যায়,বাপ্পি কুমার দে (৩১) বাড়ি ভবানীপুর। আব্দুল মতিন (২৬), বাড়ি চট্টগ্রাম।আব্দুল ছত্তার (১৮), নরুল আলম (৩০), মঃ হাসান (২০),।মহম্মদ আরমান হোসেন (১৯), পিতা নিজামউদ্দীন। এদের প্রত্যেকেরই বাড়ি একই জায়গায়।

স্থানীয়দের প্রশ্ন—কড়া পাহারার মধ্যেও কীভাবে দিনের বেলায় তারকাঁটা পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে। আর কিভাবে দালাল চক্র ভারতের ভেতরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে?এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ভাবে যদি কেন্দ্রীয় কড়া নিরাপত্তা থাকার পরেও অবৈধ বাংলাদেশীদের অবাত বিচরন হয় তবে দেশের নিরাপত্তা কতটুকু।