নয়াদিল্লি, ২৯ আগস্ট: সুপ্রিম কোর্টের নবনিযুক্ত দুই বিচারপতিকে শুক্রবার শপথবাক্য পাঠ করালেন প্রধান বিচারপতি বি. আর. গাভাই। বিচারপতি অলক আরাধ্যে এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলি শীর্ষ আদালতের বিচারক হিসেবে শপথ নেন। কেন্দ্র তাঁদের নিয়োগের অনুমোদন দেওয়ার দুই দিন পর এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো।
এই দুই নতুন বিচারপতির শপথ গ্রহণের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট তার সম্পূর্ণ অনুমোদিত সংখ্যক বিচারক অর্থাৎ ৩৪ জনের পূর্ণ ক্ষমতা ফিরে পেল। এই সংখ্যায় প্রধান বিচারপতিও অন্তর্ভুক্ত।
প্রধান বিচারপতি গাভাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়াম সোমবার তাদের সুপারিশ কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। শীর্ষ আদালতের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “২০২৫ সালের ২৫শে আগস্ট অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বৈঠকে হাইকোর্টের নিম্নলিখিত প্রধান বিচারপতিদের সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে উন্নীত করার সুপারিশ করা হয়েছে: (i) মিস্টার জাস্টিস অলক আরাধ্যে, প্রধান বিচারপতি, বোম্বে হাইকোর্ট (পূর্ববর্তী হাইকোর্ট: মধ্যপ্রদেশ হাইকোর্ট) (ii) মিস্টার জাস্টিস বিপুল মনুভাই পাঞ্চোলি, প্রধান বিচারপতি, পাটনা হাইকোর্ট (পূর্ববর্তী হাইকোর্ট: গুজরাট হাইকোর্ট)।”
সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে দ্রুত পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বুধবার সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে জানান, রাষ্ট্রপতির প্রধান বিচারপতির সাথে পরামর্শের পর বিচারপতি আরাধ্যে এবং পাঞ্চোলিকে শীর্ষ আদালতের বিচারক হিসেবে নিয়োগ করতে সম্মত হয়েছেন।
১৯৬৪ সালের ১৩ এপ্রিল জন্মগ্রহণকারী বিচারপতি আরাধ্যে ১৯৮৮ সালে একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০০৭ সালে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত হন। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে এবং ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন।
বিচারপতি আরাধ্যে এরপর ২০১৬ সাল থেকে জম্মু ও কাশ্মীর হাইকোর্টে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ২০১৮ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন। এরপর ২০১৮ সালের নভেম্বরে তাঁকে কর্ণাটক হাইকোর্টে বদলি করা হয়। ২০২২ সালে তিনি প্রায় তিন মাস কর্ণাটক হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের জুলাই মাসে বিচারপতি আরাধ্যে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে উন্নীত হন এবং এই বছরের জানুয়ারিতে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হন।
১৯৬৮ সালের ২৮ মে গুজরাটের আহমেদাবাদে জন্মগ্রহণকারী বিচারপতি পাঞ্চোলি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্সে বি.এস.সি. এবং কমার্শিয়াল ল-তে এল.এল.এম. সম্পন্ন করেন। তিনি ১৯৯১ সালে বারে যোগদান করেন এবং সাত বছর গুজরাট হাইকোর্টে সহকারী সরকারি কৌঁসুলি এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেন।
২০১৪ সালের ১ অক্টোবর বিচারপতি পাঞ্চোলি গুজরাট হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং ২০১৬ সালের ১০ জুন স্থায়ী বিচারক হন। ২০২৩ সালের জুলাই মাসে তাঁকে পাটনা হাইকোর্টে বদলি করা হয় এবং তিনি ২১ জুলাই এর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

