নয়াদিল্লি, ২৯ আগস্ট: বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে ভারতের অর্থনীতি তার যথাযথ অবস্থান অর্জনের পথে এগিয়ে চলেছে। এই যাত্রায় শুধুমাত্র আর্থিক নীতিই নয়, বরং সব ক্ষেত্রে শক্তিশালী নীতিগত কাঠামো প্রয়োজন বলে মন্তব্য করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -র গভর্নর সঞ্জয় মালহোত্রা।
আরবিআই-র সাম্প্রতিক বুলেটিনে গভর্নর বলেন, “আমাদের পক্ষ থেকে আমরা সর্বদা গতিশীল ও সক্রিয় থাকার চেষ্টা করব, ডেটা এবং প্রবৃদ্ধি-মুদ্রাস্ফীতি গতিপ্রকৃতি অনুযায়ী উপযুক্ত আর্থিক নীতি গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “আমাদের যোগাযোগ হবে স্পষ্ট, ধারাবাহিক ও বিশ্বাসযোগ্য—যা বাস্তব পদক্ষেপের মাধ্যমে সমর্থিত। গভর্নর মালহোত্রা জানান, আগামী দিনে তারল্য ব্যবস্থাপনায় নমনীয়তা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণই হবে আরবিআই-র মূল দৃষ্টিভঙ্গি। ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত তারল্য বজায় রাখতে আমরা সচেষ্ট থাকব যাতে অর্থনৈতিক উৎপাদনশীল চাহিদা পূরণ হয় এবং অর্থ ও ঋণ বাজারে মসৃণ স্থানান্তর বজায় থাকে,” তিনি বলেন।

