সাব্রুম, ২৯ আগস্ট : সাব্রুম থানাধীন চাতকছড়ি এলাকার বীরধন পাড়ায় এক উপজাতি গৃহবধূর রহস্যময় মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত মহিলার নাম কল্পনা ত্রিপুরা (২৪)। তার স্বামী রাকেশ ত্রিপুরা। ঘটনায় দ্বন্দ্বময় অভিযোগ উঠেছে।
কল্পনার বাবা প্রকাশ ত্রিপুরার দাবি, তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে জামাই ঝুলিয়ে রেখেছে। অন্যদিকে, স্বামী রাকেশ ত্রিপুরার বক্তব্য, স্ত্রী আত্মহত্যা করেছে। কল্পনার মৃতদেহ উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় মহলে ঘটনাটি ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু—সেটি এখনো স্পষ্ট নয়। তবে পরিবারের অভিযোগ ও স্বামীর দাবি পরস্পরবিরোধী হওয়ায় রহস্য আরও গভীর হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

