যান দুর্ঘটনায় মৃত্যু হল লরি চালকের

বিলোনিয়া,২৯ আগস্ট : যান দুর্ঘটনায় মৃত্যু হল লরি চালক নারায়ণ মজুমদার (৫২)। ঘটনা বিলোনিয়া থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকায়। মৃত চালকের বাড়ি শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায়।

জানা যায় দীর্ঘদিন ধরে সে চিত্তামারা বাড়ি ভাড়া করে থেকে বিবিআই অর্থাৎ বসুন্ধরা ব্রিকস ইন্ডাস্ট্রিসের মালবাহী ট্রাক গাড়ি চালায়। প্রতিদিন এর মত আজও গাড়ি ভর্তি ইট নিয়ে চিত্তামারা থেকে পাইখোলার দিকে দ্রুতগতিতে যাওয়ার সময় একটি অটোকে সাইড দিতে গিয়ে মাঝ রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা তড়িঘড়ি করে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও চালককে উদ্ধার করতে পারেনি।

পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা ছুটে গিয়ে ড্রজার এনে গাড়ি থেকে দ্রুত চালক নারায়ণ মজুমদারকে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ভেঙ্গে পড়ে তার স্ত্রী সহ পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজন।

স্থানীয় কিছু লোকের বক্তব্য ইট বোঝাই টিআর০৩_ সি_ ১৫৭২ নম্বরের গাড়িটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায়। এছাড়াও একজন গাড়ি চালক দুর্ঘটনায় মৃত্যু হয়ে দীর্ঘ সময় হাসপাতালে পড়ে থাকলেও ভাট্টার মালিক, ম্যানেজার কিংবা অন্য কেউ একবারের জন্য এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করেননি। তাই ক্ষোভে ফুঁসছে স্থানীয় সহ আত্মীয় পরিজন সকলে। দুর্ঘটনার তদন্তে নেমেছে বিলোনিয়া থানার পুলিশ। মৃতদেহ বর্তমানে বিলোনিয়া হাসপাতালের মর্গে রয়েছে ময়না তদন্তের পর দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।