শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, শিক্ষা মানেই মানবিক মূল্যবোধের জাগরণ : মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৮ আগস্ট: শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তবে তারা শুধু ভালো ছাত্র-ছাত্রী হলেই হবে না, পাশাপাশি ভালো মানুষও হতে হবে। আজ শ্রীশ্রী রবিশঙ্কর বিদ্যামন্দিরে আয়োজিত শ্রী শ্রী এডুফেস্ট ২০২৫ – উদ্ভাবনাম ৩.০ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথা বলেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন শ্রীশ্রী রবিশঙ্কর হলেন শান্তি, সহমর্মিতা ও প্রজ্ঞার জীবন্ত প্রতীক। উনার শিক্ষা, মানবকল্যাণমূলক কাজ ও বিশ্বশান্তির জন্য নিরলস প্রচেষ্টা অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি সবসময় শেখান যে আধ্যাত্মিকতা জীবনের বাইরে নয়—বরং জীবনকে আনন্দময়, পূর্ণতা ও দায়িত্বের সঙ্গে যাপনের শিল্প। মানবিক মূল্যবোধই সমাজের ভিত, আর শিক্ষা, প্রশাসন ও অগ্রগতি তার ভিত্তি হওয়া উচিত সহমর্মিতা ও নৈতিকতায়।”

মন্ত্রী আরও বলেন শিক্ষা মানে কেবল তথ্য আহরণ নয়, বরং আমাদের ভেতরের মানবিক মূল্যবোধকে জাগিয়ে তোলা। এবারের এডুফেস্টের মূল প্রতিপাদ্য ‘উদ্ভাবনম’, যার অর্থ বুদ্ধি, কৌতূহল ও সৃজনশীলতাকে অনুপ্রাণিত করা।”

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন দেশের ভবিষ্যৎ শিক্ষাপ্রতিষ্ঠানেই নির্ধারিত হয়। আজ আমরা হয়তো দায়িত্বে আছি, কিন্তু আগামী দিনে দেশের নেতৃত্বে থাকবে তোমরাই। জ্ঞানই একটি দেশের প্রকৃত সম্পদ, আর যত বেশি জ্ঞানসমৃদ্ধ একটি দেশ, তত বেশি উন্নত হবে।

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে পিছিয়ে পড়ার কোনো অবকাশ নেই উল্লেখ করে মন্ত্রী শিক্ষার্থীদের আহ্বান জানান—“যে পরিস্থিতিই আসুক, কখনও থেমে থেকো না, সামনে এগিয়ে চলো।

তিনি আরো বলেন শিক্ষার্থীরা শুধু ভালো ছাত্র-ছাত্রী নয়, বরং ভালো মানুষ হিসেবেও গড়ে উঠুক।