পুকুর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি দুর্ঘটনা

আগরতলা, ২৮ আগস্ট: খয়েরপুর এলাকায় পুকুর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম অমিত বনিক (৩২)।

জানা গেছে, গতকাল রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানান, অমিত জন্ম থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, গত রাতে সবার অলক্ষ্যে তিনি পুকুরে যান এবং পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পরিবারের লোকজন পুকুরে রক্তাক্ত দেহ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন।

তড়িঘড়ি তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অমিতের মাথায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। যদিও পরিবারের দাবি, এটি নিছকই একটি দুর্ঘটনা। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।