শ্রীভূমি, ২৮ আগস্ট: অসম পুলিশ একটি বড়সড় মাদক চক্রের পর্দাফাঁস করে মণিপুরের চার যুবককে গ্রেপ্তার করেছে। শ্রীভূমি জেলায় একটি সন্দেহজনক গাড়ি থেকে গোপন কক্ষে লুকিয়ে রাখা ৬৫০ গ্রাম হেরোইন এবং ১০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হয়েছে।
জেলার পুলিশ সুপার পার্থ প্রতীম দাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোটা জেলাজুড়ে একাধিক চেকপয়েন্ট বসানো হয়। ওই সন্দেহজনক গাড়িটি, বাইপাস রোডে আটকানো হয় এবং তল্লাশি চালানো হয়। “বিস্তৃত তল্লাশির পর গাড়ির জ্বালানি ট্যাঙ্কে একটি গোপন চেম্বার পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার করা হয় হেরোইন ও ইয়াবা ট্যাবলেট,” সংবাদমাধ্যমকে জানান দাস। ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে উদ্ধার হওয়া বস্তু আসল মাদক।
গ্রেপ্তার হওয়া চার অভিযুক্ত হলেন — এল. সিংসন, টি. হাউকিপ, লেতসে বাইতে ও দৌঙ্গল হাউকিপ। এরা সকলেই মণিপুরের চুরাচাঁদপুর জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের গোটা নেটওয়ার্ক নিয়ে তদন্ত এখনও চলছে এবং আরও কয়েকটি নাম সামনে আসতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উত্তর-পূর্ব ভারতে একাধিক বড় মাদক উদ্ধার অভিযান চালানো হয়েছে। ঠিক একদিন আগে সেনাপতি জেলায় মাও গেট এলাকায় অসম রাইফেলস ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে ২.২০২ কেজি ডব্লিউওয়াই ট্যাবলেট উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৫৫.২০ লক্ষ টাকা।
একই দিনে মিজোরামের লংতলাই জেলার শিতলাংপুই গ্রামে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক যৌথ অভিযানে ২৪৭.৬৫ গ্রাম আফিম উদ্ধার করা হয়। অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এই উদ্ধার অভিযানে মিজোরাম আবগারি ও নার্কোটিক্স দপ্তরও অংশ নেয়। আটক ব্যক্তিদের ও উদ্ধার হওয়া মাদক দ্রব্য লংতলাই জেলার সংশ্লিষ্ট দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
এই পরপর মাদক উদ্ধার ঘটনাগুলি ফের প্রমাণ করে দিল যে, উত্তর-পূর্ব ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিকে ব্যবহার করে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক মাদক চক্র। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড়সড় বিপদ থেকে বাঁচানো গেলেও, গোটা অঞ্চলের জন্য এটি একটি গভীর উদ্বেগের বিষয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

