ইমফল, ২৬ আগস্ট : মণিপুর পুলিশের নেতৃত্বে ২৪ ও ২৫ আগস্ট রাজ্যজুড়ে চালানো সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার এবং কাকচিং জেলার একটি গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিপলস ওয়ার গ্রুপ)-এর সদস্য ওনাম সোমেনচন্দ্র সিং এবং পিপলস লিবারেশন আর্মির সদস্য ফঞ্জৌবাম রমনন্দ সিং।
৪১ বছর বয়সী ওনাম সোমেনচন্দ্র সিংকে ইমফল পশ্চিম জেলার তাওথং খুনৌ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ‘মাচা’, ‘লাঙ্গাম্বা’ ও ‘মইরাংজাও’ নামে একাধিক ছদ্মনামে পরিচিত ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি উপত্যকা অঞ্চলে চাঁদাবাজি ও সাধারণ নাগরিকদের হুমকি প্রদানের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। একই দিনে ইমফল পূর্ব জেলার হুইকাপ মাখা লেইকাই এলাকা থেকে পিএলএ সদস্য ২৩ বছর বয়সী ফঞ্জৌবাম রমনন্দ সিংকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযানের পরবর্তী ধাপে, ২৫ আগস্ট কাকচিং জেলার সিংটম গ্রাম থেকে পুলিশ একটি গোপন অস্ত্রভাণ্ডারের হদিস পায়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ইনসাস রাইফেল, একটি বোল্ট-অ্যাকশন রাইফেল, দুটি ৫১ মিমি মর্টার, সাতটি স্বনির্মিত বিস্ফোরক, চারটি পম্পি লঞ্চার, ৫৬টি তাজা গুলি, টিয়ার গ্যাস সেল, কৌশলগত সামগ্রী ও যোগাযোগের ডিভাইস। পুলিশ জানিয়েছে, এই অস্ত্রগুলি বড় ধরনের নাশকতার জন্য ব্যবহার করা হতো।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই অভিযান জঙ্গি সংগঠনগুলোর ওপর বড়সড় আঘাত হেনেছে এবং তাদের ভবিষ্যৎ তৎপরতা থামিয়ে দিতে সহায়ক হবে। মণিপুর পুলিশ জানিয়েছে, রাজ্যে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি চালু রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান জোরদার করা হবে।

