বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, অবশেষে আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৬ আগস্ট: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। তার উপর ওই ভগ্নদশা রাস্তাতেই প্রতিদিন চলাচল করছে ওএনজিসি’র ভারী যানবাহন, ফলে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অবশেষে এ নিয়ে ক্ষোভ ফেটে পড়ল গ্রামবাসীর মধ্যে।

আজ সকালে ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়াবাড়ি ভিলেজে এলাকাবাসী রাস্তা অবরোধ করে তীব্র আন্দোলনে সামিল হন। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে স্লোগান তুলতে থাকেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। গর্তে ভরা রাস্তায় হাঁটাচলাও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু প্রতিদিন ভারী লরির চাপ রাস্তাটির অবস্থা আরও খারাপ করে তুলেছে।

রাস্তায় দীর্ঘক্ষণ অবরোধ চলতে থাকলে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক জানান, এই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ থেকেই সংস্কারকাজ শুরু হবে এবং আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর স্থানীয়রা অবরোধ তুলে নেন। তবে তাঁদের হুঁশিয়ারি— প্রতিশ্রুতি রক্ষা না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।