পূজার প্রাক মুহূর্তে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মেয়র

আগরতলা, ২৬ আগস্ট : দুর্গাপূজার আগেই পুর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকায় রাস্তাঘাট, ড্রেন সহ সর্বত্র সংস্কার কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাউন্সিলরদের নিয়ে পুর নিগমের কাউন্সিল হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে দ্রুত গতিতে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদারসহ পুর নিগমের সমস্ত কাউন্সিলররা।

বৈঠকে মূলত প্রতিটি ওয়ার্ড এলাকায় অসম্পূর্ণ রাস্তাঘাট, ড্রেন ও সৌন্দর্যায়ন কাজ দ্রুত শেষ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। স্মার্ট সিটি ও পৌর নিগমের যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।

পূজার আগেই শহরের প্রতিটি কোণে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা, জলাবদ্ধতা রোধে ড্রেন সংস্কার, রাস্তার খুঁত মেরামত ও আলো ব্যবস্থা সঠিকভাবে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় কাউন্সিলরদের। মেয়র দীপক মজুমদার স্পষ্টভাবে জানিয়ে দেন, শহরের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে দুর্গাপূজা চলাকালীন সাধারণ মানুষকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে প্রতিটি কাউন্সিলর নিজ নিজ ওয়ার্ড এলাকায় চলমান কাজের অগ্রগতি নিয়মিত তদারকি করবেন এবং অসম্পূর্ণ কাজগুলি দ্রুত শেষ করার দায়িত্ব নেবেন। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে নতুন প্রকল্প ও উদ্যোগগুলিকেও দ্রুত বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করা হয়।

পুর নিগম সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা মেরামত ও ড্রেন পরিষ্কারের কাজ আরও গতিশীল হবে। এর ফলে দুর্গাপূজা চলাকালীন আগরতলা শহরের পরিবেশ আরও সুন্দর, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রূপে ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে বিভিন্ন ওয়ার্ড এলাকায় অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করা সহ যাবতীয় বিষয়ে তদারকি করার জন্য প্রত্যেক কাউন্সিলরকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।