গাড়ি ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত এক

আগরতলা, ২৫ আগস্ট: আজ দুপুরে আর.কে. নগরের নব চন্দ্র চৌমুহনী এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যেখানে একটি দ্রুতগতির গাড়ি ও একটি স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে স্কুটির চালক গুরুতরভাবে আহত হয়েছে। তাঁকে সঙ্গে সঙ্গেই জিবি হাসপাতাল নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি চালক যথারীতি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় স্কুটিচালক রাস্তায় ছিটকে পড়েন এবং তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর গাড়ির চালকের উপস্থিতিতে স্থানীয় মানুষজন তৎপরতার সঙ্গে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এ ধরনের দুর্ঘটনা থেকে সচেতনতা ও ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব আবারও প্রমাণিত হলো বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।