আগরতলা, ২৪ আগস্ট : কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। স্থান ছিল আগরতলার মুক্তধারা অডিটোরিয়াম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেবসহ সংঘের কর্মীবৃন্দরা।
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিধায়ক সুশান্ত দেব জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী কৃষকদের হাতে নানা ধরনের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যার ফলে কৃষিক্ষেত্রে উন্নয়ন সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ কৃষকদের নতুন সুবিধা ও প্রকল্প সম্পর্কে সচেতন করতে অব্যাহতভাবে কাজ করছে। সংঘের মূল লক্ষ্য একটাই—কৃষকেরা যাতে কোনো সমস্যায় না পড়েন এবং আগের দিনের মতো দপ্তরের দরজায় দরজায় ঘুরতে না হয়।
২৫ বছরের দীর্ঘ সময় ধরে রাজ্যের মানুষকে হয়রানির যে সংস্কৃতি চলছিল, তা জনগণ উপলব্ধি করেছে। ২০১৮ সালে সেই নেতিবাচক ধারা থেকে বেরিয়ে এসে রাজ্যবাসী নতুন পথে হাঁটতে শুরু করেছে। বর্তমান সরকার ইতিবাচক মানসিকতা নিয়ে উন্নয়নের কাজে মনোনিবেশ করেছে। তবে এখনও কিছু কর্মচারী পুরোনো সরকারের মানসিকতা ও অভ্যাস আঁকড়ে ধরে আছে এবং তারা ইচ্ছাকৃতভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। রবিবার মুক্তধারা অডিটরিয়ামে কৃষি বিভাগীয় সম্মেলনে এই মন্তব্য করেন বিধায়ক সুশান্ত দেব।
সম্মেলনে কৃষিক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৃষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রস্তাব গৃহীত হয় বলে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

