বিজেপির প্রাক্তন বুথ সভাপতির তিপরা মথা দলে যোগদান

আগরতলা, ২৩ আগস্ট : আজ দুপুরে বিজেপি দলের প্রাক্তন বুথ সভাপতির তিপরা মথায় যোগদান করেছেন। বিশ্রামগঞ্জ মিনি ষ্টেডিয়াম সংলগ্ন চড়িলাম বিধানসভার তিপরা মথার দলীয় অফিসে যোগদান সভা অনুষ্ঠিত হয়।

চড়িলাম বিধানসভা কেন্দ্রের সর্বশেষ বুথ ৪৪ নং বুথের বিজেপি দলের প্রাক্তন সভাপতি দীপেন দেববর্মা সহ দুই পরিবারের ১১ জন ভোটার তিপরা মথা দলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেয় দলের চড়িলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা, মথার উইমেন্স ফেডারেশনের চড়িলাম বিধানসভার নেত্রী শ্যামলী দেববর্মা, দিপালী দেববর্মা সহ অন্যান্যরা।

নবাগতরা আগামী দিনে এবং আগামী ২৬শে এডিসি নির্বাচনে তিপ্রা মথা দলের হয়ে কাজ করবেন বলে যোগদান সভায় অঙ্গীকার করেন।