আগরতলা, ২২ আগস্ট : আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ প্রগতি রোড মেহের কালীবাড়িতে নির্মীয়মাণ নতুন মন্দিরের কাজ খতিয়ে দেখেন। এদিন তিনি মন্দির প্রাঙ্গণে গিয়ে চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুততম সময়ে নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন।
মেয়র বলেন, আগরতলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মানুষের গভীর আবেগ জড়িত। তাই মেহের কালীবাড়ির নতুন মন্দিরের কাজ যাতে নির্ধারিত সময়ে শেষ হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।
এদিন মেয়র দীপক মজুমদার কের চৌমুনির কালী মন্দিরের সামনের ড্রেনের কাজও পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানান, পূজার আগেই ওই ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এর ফলে জলনিকাশে সমস্যার সমাধান হবে এবং ভক্তদের যাতায়াত আরও সহজ হবে।

