ধর্মনগরে বিএমএসের সভায় অনুপস্থিতির জেরে মারধরের অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত

ধর্মনগর, ২১ আগস্ট : ধর্মনগরের আইএসবিটি প্রাঙ্গণে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর একটি সভাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। সভায় উপস্থিত না থাকার অভিযোগে সঞ্জয় নাথ নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় সঞ্জয় নাথ চিকিৎসাধীন রয়েছেন ধর্মনগর জেলা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সঞ্জয় নাথ গাড়ি চালানোর কাজে ব্যস্ত থাকায় বিএমএস-এর সভায় যোগ দিতে পারেননি। অভিযোগ, কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে ধর্মনগরের জোড় কার্লবার্ট এলাকায় কয়েকজন বিএমএস কর্মী তার পথ আটকায় এবং তাকে জোর করে সংগঠনের অফিসের শৌচাগারের সামনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় গাড়ি চালকদের একটি অংশ। তাঁরা এদিন ধর্মনগর থানায় গিয়ে ওসি মিনা দেববর্মার কাছে একটি ডেপুটেশন জমা দেন। দোষীদের শাস্তির দাবিতে সরব হন তারা। এ বিষয়ে ধর্মনগর থানার এক পুলিশ আধিকারিক জানান, অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত বিএমএস-এর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়দের একাংশ মনে করছেন, সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একজন মানুষ শুধুমাত্র সভায় না যাওয়ায় তাকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের আচরণ কোনো সংগঠনের শৃঙ্খলার মধ্যে পড়ে না এবং এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত।

এই ঘটনাকে ঘিরে ধর্মনগর জুড়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। সাধারণ মানুষ ও সমাজের বিভিন্ন স্তর থেকে এই নৃশংস হামলার নিন্দা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি শান্ত হবে বলে মনে করছেন স্থানীয়রা।