আগরতলা, ১৯ আগস্ট : এসআইআর বাতিল সহ চার দফা দাবিতে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সামনে তিন ঘন্টার গণঅবস্থান সংগঠিত করে সিপিআই(এমএল)। তাঁদের দাবি, অতিসত্বর পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নেতা বলেন, এসআইআর নিয়ে বিজেপি সরকার প্রজাতন্ত্রের উপর আক্রমণ করেছে। ভোটার তালিকা সংশোধনীর নামে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। গত ৭ আগস্ট বিরোধী দলনেতা রাহুল গান্ধী জনসম্মুখে এর বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। মহারাষ্ট্রে ভোট চুরির আড়ালে বিহারে সরাসরি ভোট ডাকাতি হচ্ছে। এসআইএর প্রথম তালিকায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে। তাই এই এসআইআর প্রজাতন্ত্র বিরোধী। অবিলম্বে এসআইআর বাতিল করা হোক।
তাছাড়া, তিনি আরও বলেন, স্মার্ট মিটার লাগানো এবং বিদ্যুৎ বিলে অযৌক্তিক বৃদ্ধি জনজীবনে যে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। সারাদেশে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে জনগণ শামিল হচ্ছে। পশ্চিমবাংলা বিজেপি নেতারা স্মার্ট মিটারের নামে সেখানে তৃণমূল সরকারকে একহাত নিয়ে যখন আকাশ-পাতাল গরম করছে ঠিক তখন রাজ্যে বিজেপি শাসিত রাজ্য স্মার্ট মিটার বসানোর জন্য মানুষের হয়রানির চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছে। তাই অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করারও দাবি জানিয়েছেন।

