সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব আগরতলা থানায় নেশার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১৯ আগস্ট: সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব আগরতলা থানায় নেশার বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করা হয় আজ। এদিন পূর্ব আগরতলা থানার অধিকারিকের নিকট এক স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগরতলা পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানগুলোতে কিছু মাদক ব্যবসায়ী স্থানীয় অসামাজিক উপাদানদের সাহায্যে বিভিন্ন ধরনের মাদক পাচারের কাজ চালাচ্ছে। দিনের আলোয় গাড়ির ভেতরেই গাজা বিক্রি হচ্ছে।
এই মাদক ব্যবসার কারণে আজ যুবসমাজ ধ্বংসের পথে এগোচ্ছে।

এছাড়াও, ধলেশ্বর এলাকায় প্রতিদিনই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। সম্প্রতি ধলেশ্বর রোড নং ১০ ও রোড নং ৮–এ একাধিক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়গুলি এদিন এই ডেপুটেশন মাধ্যমে প্রশাসনের নজরে আনা হয়েছে।

এদিনের এই ডেপুটেশন থেকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির নেতৃত্বরা বিভিন্ন দাবিসনদ তুলে দিয়েছেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: মাদক ব্যবসায়ীদের কঠোরভাবে দমন করার জন্য অবিলম্বে উদ্যোগ নিতে হবে, শাসক দলের আশ্রয়ে যারা অসামাজিক মাদক ব্যবসায়ী তৈরি হয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, রাতে চুরিরোধে পুলিশ টহল আরও জোরদার করতে হবে, গভীর রাতে অলিগলিতে মদ্যপান বন্ধ করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে, আগরতলা শহরসহ সমগ্র রাজ্যে বর্তমানে মাদক ব্যবসায়ী, চোর, অসামাজিক উপাদান ও ডাকাতদের কারণে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রতিরক্ষা বিভাগকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে অসামাজিক উপাদানদের কঠোরভাবে দমন করার দাবি জানানো হয়েছে।