যুক্তরাষ্ট্র-ভারত শুল্ক উত্তেজনার মাঝেও সহযোগিতার ডাক দিল চীন

নয়াদিল্লি, ১৯ আগস্ট : গালওয়ানের সংঘর্ষের পাঁচ বছর পর দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ গলাতে এগিয়ে এল ভারত ও চীন। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্কযুদ্ধের চাপের মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে ড. জয়শঙ্কর বলেন, “আমাদের সম্পর্কের কঠিন সময় পার করেছি, এক্সেলেন্সি। এখন দুই দেশকেই গঠনমূলক ও আন্তরিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “তিনটি পারস্পরিক নীতি— পারস্পরিক সম্মান, সংবেদনশীলতা ও স্বার্থ— আমাদের আলোচনার পথ দেখাবে। পার্থক্য যেন বিবাদে না গড়ায়, প্রতিযোগিতা যেন সংঘাতে না রূপ নেয়।”

এই বৈঠকে তীর্থযাত্রা, সীমান্ত বাণিজ্য, সংযোগ, নদীর জল তথ্য ভাগাভাগি, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়, এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়। আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত শান্তি বজায় রাখা নিয়ে বৈঠক করবেন ওয়াং ই।

চীন ভারতের তিনটি বড় উদ্বেগের সমাধান করার আশ্বাস দিয়েছে— সার, রেয়ার আর্থ উপাদান এবং টানেল বোরিং মেশিন। বিশেষ করে রেয়ার আর্থ উপাদান স্মার্টফোন থেকে উন্নত সামরিক সরঞ্জাম পর্যন্ত আধুনিক প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীনের বিবৃতিতে ওয়াং ই বলেন, “বিশ্ব এক শতাব্দীতে একবার ঘটে যাওয়া পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। একতরফা দমননীতি চলছে, মুক্ত বাণিজ্য ও আন্তর্জাতিক শৃঙ্খলা কঠিন চ্যালেঞ্জের মুখে।”

তিনি আরও যোগ করেন, “বিশ্বের দুই বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারতের দায়িত্ব হল বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করা এবং বহুমেরু বিশ্বব্যবস্থার দিকে অগ্রসর হওয়া।”

গত বছর কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর থেকে সম্পর্ক পুনরায় শুরু হয়েছে বলে দাবি করেছে বেইজিং। সীমান্ত শান্তি রক্ষার পাশাপাশি ভারতীয় তীর্থযাত্রীরা আবার তিব্বতের পবিত্র স্থানগুলোতে যাত্রা শুরু করেছেন।

প্রসঙ্গত, রাশিয়ান তেল কেনার কারণে ওয়াশিংটন ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে। যদিও চীনের ক্ষেত্রে এ ধরনের দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর যুক্তি, “চীন রাশিয়ার তেল শোধন করে বৈশ্বিক বাজারে বিক্রি করে। এ তেল বাজার থেকে বাদ পড়লে সবার জন্য জ্বালানি আরও ব্যয়বহুল হয়ে উঠবে।”