স্মার্ট মিটার বাতিল এবং রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে সরব অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

আগরতলা, ১৯ আগস্ট: স্মার্ট মিটার বাতিলের দাবিতে এবং রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আজ রাজধানী আগরতলা শহরে। এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন।

বিক্ষোভ মিছিল থেকে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতৃত্ব জানিয়েছেন, স্মার্ট মিটারের ফলে সাধারণ শ্রমিকদের নাজেহাল অবস্থা। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ফলে প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে শ্রমিকদের। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্য বৃদ্ধি সহ বর্ধিত বিদ্যুৎ মাসুল সবমিলিয়ে শ্রমিকরা সংসার প্রতিপালন করতে হিমশিম খাচ্ছেন। তাই বাধ্য হয়ে এদিন তারা আন্দোলনে সামিল হয়েছেন।

নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ স্মার্ট মিটার বাতিল এবং বর্ধিত বিদ্যুৎ মাসুল কমিয়ে আনার দাবিতে এদিনের এই বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তীতে বোধজং স্কুল সংলগ্ন চৌমুহনীতে গিয়ে শেষ হয়। অবিলম্বে দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানিয়েছেন নেতৃত্বরা।