শিলং, ১৮ আগস্ট— মেঘালয় পুলিশের অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স ও জেলা পুলিশের যৌথ অভিযানে আন্তঃরাজ্য মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য এসেছে। রবিবার (১৬ আগস্ট) পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় চালানো অভিযানে ৪ কোটি টাকার হেরোইনসহ মণিপুরের তিন মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র চুরাচাঁদপুর (মণিপুর) থেকে শিলং পর্যন্ত মাদক পাচারের পরিকল্পনায় যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ পূর্ব জৈন্তিয়া হিলস জেলার বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট বসায়। প্রথম বড়সড় অভিযানটি হয় সকাল ১১টার দিকে উমকিয়াং পুলিশ পেট্রোল পোস্টে, যেখানে একটি মারুতি সুজুকি এস-প্রেসো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। স্বতন্ত্র সাক্ষীদের উপস্থিতিতে চালানো তল্লাশিতে চারটি ট্রাভেল ব্যাগে রাখা ৮০টি সাবান কেস থেকে ৯৬১.৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বাজরার হিসেব অনুযায়ী এর বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
এই ঘটনায় মণিপুরের খোংজম এলাকার তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম: কিমনেই (৩৩), ডিমখোথিং (৪৭), এবং এনগাইতিং (৪০)। পূর্ব জৈন্তিয়া হিলস জেলার পুলিশ সুপার বিকাশ কুমার বলেন, “তল্লাশির সময় তিনটি ব্যাগে হেরোইন ভর্তি সাবান কেস পাওয়া গেছে। তদন্তের স্বার্থে আরও তথ্য খতিয়ে দেখা হচ্ছে।”
একই দিনে দ্বিতীয় অভিযানটি হয় বিকেল ২টা ১৫ মিনিটে বাইন্দিহাটি গ্রামে, ক্লেহরিয়াট থানার অন্তর্গত এলাকায়। এখানে চুরাচাঁদপুর থেকে শিলংগামী একটি যাত্রীবাহী বাস থেকে মাদানরিটিং, শিলং-এর বাসিন্দা ইসাক এল. জাউটে (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৯১.৮৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
এই দুই ঘটনায় লুমশনং ও ক্লেহরিয়াট থানায় মাদকদ্রব্য ও মনোপ্রভাবকারী পদার্থ নিয়ন্ত্রণ আইন–এর অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর আন্তঃরাজ্য মাদকচক্রের সঙ্গে তাদের সংযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে।

