সাত সকালে গাঁজার নার্সারি ধ্বংস করল যাত্রাপুর থানার পুলিশ

আগরতলা, ১৮ আগস্ট: ১০ থেকে ১২টি গাঁজার নার্সারি ধ্বংস করেছে যাত্রাপুর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার সাত সকালে যাত্রাপুর থানার পুলিশ কালিখলা এডিসি ভিলেজের লেদ্রাবাড়ি পাড়ার জঙ্গলে অভিযানে নেমে, বেশ কিছু গাঁজা নার্সারি কেটে ধ্বংস করে দিয়েছে।

যাত্রাপুর থানার ওসি, সিতি কন্ঠ বর্ধন একান্ত সাক্ষাৎকারে এদিন এই অভিযান সম্পর্কে জানান, ১০ থেকে ১২টি গাঁজার নার্সারি নির্বিঘ্নে কাটা হয়েছে। এতে আনুমানিক তিন লক্ষের উপর গাঁজার চারা গাছ হবে। তিনি জানান, উনার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা, প্রীতম দত্ত, অজয় বরুন সাহা সহ থানার পুলিশ কনস্টেবল ও এস পি ও জওয়ান। সকাল ছয়টার আগেই তিনটি গাড়ি নিয়ে অভিযানে নেমে সফলতা পেয়েছেন বলে যাত্রাপুর থানার ওসির দাবি।

অপরদিকে তিনি আরো জানান, এ জাতীয় খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে। তার কারণ সম্পর্কে তিনি বলেন, আরক্ষা দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং হবে।