আগরতলা, ১৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত নির্মীয়মাণ ২০৮ নম্বর বিকল্প জাতীয় সড়কের বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। নির্মাণ কাজে কচ্ছপ গতিতে চলছে। তার ফলে জনদুর্ভোগ নিরসনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চরম উদাসীনতার প্রতিবাদে ধর্মনগরে বামেদের বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়েছে। এদিন আসাম-ত্রিপুরা সীমান্ত ঝেরঝেরি পুলিশ চেক পোস্টের সামনে সড়ক অবরোধ এবং প্রতিবাদ সভা সংগঠিত করে সিপিআইএম।
মূলত ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত ২০৮ নং বিকল্প জাতীয় সড়কের কাজ, এবং ধর্মনগর থেকে আসাম আগরতলা সীমান্ত পর্যন্ত অর্ধসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া,ও আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়ক সংস্কার করা সহ গ্রামীণ এলাকার বেহাল রাস্তাঘাট মেরামত করা, ইত্যাদি দাবি নিয়েই ছিল তাদের এদিনকার এই কর্মসূচি। যদিও এক ঘণ্টা বিকল্প জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি সংঘটিত করা হলেও সংশ্লিষ্ট কোন আধিকারিকেরা অবরোধ স্থলে আসেন নি। তাই কেন্দ্র এবং রাজ্য বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের চরম ব্যর্থতার প্রতিবাদ জানানো হয় এদিনকার অবরোধ ও সভার মধ্য দিয়ে।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন,প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, ৫৭ যুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, স্থানীয় যুব নেতৃত্ব জহরুল হক। তাছাড়াও এই প্রতিবাদ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং, পানিসাগর মহকুমা সম্পাদক অজিত দাস প্রমুখরা। অবরোধ কর্মসূচি শেষে শুরু হয় প্রতিবাদ সভা। বক্তারা বলেন, বিজেপি সরকারের ৭-৮ বছরের সময়কালে রাজ্যের সাধারণ মানুষের কোন উন্নয়ন হয়নি,উন্নয়ন হয়েছে শুধু মন্ত্রী বিধায়ক, মন্ডল সহ বিভিন্ন স্তরের নেতা আমলাদের।
বক্তারা আরো অভিযোগ করে বলেন, বিকল্প জাতীয় সড়কের বরাদ্দকৃত কোটি কোটি টাকা গিলে খাচ্ছেন শাসক দলীয় নেতা আমলারা। তাই বরাদ্দকৃত অর্থ খরচ হয়ে গেলেও কাজ অর্ধ সমাপ্ত।ফলে বিকল্প জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বাম নেতৃত্বরা।

