নয়াদিল্লি, ১৭ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ‘ভোকাল ফর লোকাল’-এর ওপর জোর দিয়েছেন এবং দেশবাসীকে ভারতের তৈরি পণ্য কিনতে ও সেগুলোর ওপর ভরসা রাখতে আহ্বান জানিয়েছেন। নয়াদিল্লিতে প্রায় ১১ হাজার কোটি টাকা মূল্যের দুটি বড় জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন করে শ্রী মোদী বলেন, ভারতকে শক্তিশালী ও আত্মনির্ভর করতে হলে দেশকে অবশ্যই চক্রধারী মোহনের থেকে অনুপ্রেরণা নিতে হবে এবং তাঁর পথ অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার সারা দেশের নাগরিকদের জন্য দ্বিগুণ সুবিধা নিয়ে আসতে চলেছে।
প্রধানমন্ত্রী বলেন, দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আরবান এক্সটেনশন রোড-২-এর দিল্লি অংশের উদ্বোধনের মাধ্যমে এনসিআর জুড়ে সংযোগ ব্যবস্থায় এক বড় অগ্রগতি হবে। তিনি জানান, এর ফলে দিল্লি এনসিআর-এর মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন এবং যাতায়াতের সময়ও সাশ্রয় হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকারের কাছে সংস্কার মানে সুশাসনের প্রসার। তিনি যোগ করেন যে, মানুষের জীবন সহজ করাই তাঁর সরকারের নিরন্তর প্রচেষ্টা। তিনি বলেন, এই লক্ষ্যই প্রতিটি নীতি ও সিদ্ধান্তকে পরিচালিত করে। অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি দিল্লির মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন।
এই প্রকল্পগুলোর লক্ষ্য হলো সংযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটানো, ভ্রমণের সময় কমানো এবং দিল্লি ও তার আশেপাশের এলাকার যানজট কমানো। দ্বারকা এক্সপ্রেসওয়ের ১০.১ কিলোমিটার দীর্ঘ দিল্লি অংশটি ৫ হাজার ৩০০ কোটি টাকার বেশি ব্যয়ে তৈরি করা হয়েছে। এই অংশটি যশোভূমি, ডিএমআরসি ব্লু ও অরেঞ্জ লাইন, আসন্ন বিজবাসন রেলওয়ে স্টেশন এবং দ্বারকা ক্লাস্টার বাস ডিপোর সাথে বহুমুখী সংযোগ প্রদান করবে। ইউইআর-২-এর আলিপুর থেকে দিচাওঁ কালান পর্যন্ত অংশটি, বাহাদুরগড় ও সোনিপাতের নতুন সংযোগ সহ, প্রায় ৫,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এটি দিল্লির ইনার ও আউটার রিং রোড, পাশাপাশি মুকরবা চক, ধৌলা কুয়া এবং এনএইচ-৯-এর মতো ব্যস্ত পয়েন্টগুলোর যানজট কমাতে সাহায্য করবে।
2025-08-17

