ইমফল, ১৭ আগস্ট: মণিপুরে চাঁদাবাজি, যানবাহন চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে নিরাপত্তাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোরদার চিরুনি অভিযান চালাচ্ছে। ১৬ আগস্ট ইমফল পশ্চিম জেলার পাতসই পার্ট-৪ এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন আরপিএফ/পিএলএ-র এক সক্রিয় সদস্য ময়েংবাম জিবন সিংহ (৫১) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি উপত্যকা অঞ্চলে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ে জড়িত ছিলেন। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
একই দিনে থৌবল জেলার জেলাশাসক হাসপাতালের কাছে থেকে এক যানবাহন চোর মোঃ নওয়াজ খান (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি তেথা মাখা সাঙ্গাইউমফাম মাইরেনখুন এলাকার বাসিন্দা। তার কাছ থেকে চুরি যাওয়া একটি হোন্ডা প্লেজার স্কুটার উদ্ধার করা হয়েছে।
ট্রাফিক নিয়ম ভঙ্গের বিরুদ্ধেও অভিযানে নেমেছে মণিপুর পুলিশ। ১৬ আগস্ট মোট ২৭টি চালান জারি করে ৭১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন ৫টি গাড়ি এবং ১৪ আগস্ট আরও ৭টি গাড়ি থেকে অবৈধ টিন্টেড ফিল্ম সরিয়ে দেওয়া হয়েছে।
নিরাপত্তা রক্ষার্থে রাজ্যের সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল, তল্লাশি এবং এলাকা দখলের অভিযান চালাচ্ছে যৌথ নিরাপত্তাবাহিনী। ১৬ আগস্ট রাজ্যের বিভিন্ন পাহাড়ি ও সমতল জেলায় মোট ১১৪টি নাকা ও চেকপয়েন্ট স্থাপন করা হয়, যদিও ওইদিন কাউকে আটক করা হয়নি। প্রশাসন জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে ও জননিরাপত্তা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

