দুর্গা বাড়িতে যথাযোগ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো মনসা পূজা

আগরতলা, ১৭ আগস্ট : ঐতিহ্য মেনে রবিবার আগরতলার দুর্গা বাড়িতে ঘটা করে অনুষ্ঠিত হলো মনসা মায়ের পূজা। শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে প্রতিবছর এই পূজার আয়োজন করা হয়। ভক্তদের বিশ্বাস, মনসা দেবী শিবের কন্যা এবং সর্পদেবী রূপে পূজিতা হন। এদিন দুর্গা বাড়ি প্রাঙ্গণে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো।
রাজন্য আমল থেকেই প্রথা মেনে দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয়ে আসছে এই পূজা। ভক্তদের পূজা অর্চনা, প্রদীপ জ্বালানো ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনভর ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে দুর্গা বাড়ি। স্থানীয়রা জানান, মনসা মায়ের পূজায় অংশগ্রহণ করলে অকল্যাণ দূর হয় এবং পরিবারে সুখ-সমৃদ্ধি নেমে আসে।
এই পূজাকে কেন্দ্র করে দুর্গা বাড়িতে জমজমাট পরিবেশের পাশাপাশি ভক্তদের গভীর আস্থা ও ভক্তিভাব স্পষ্টভাবে ধরা পড়ে।