লোকসভায় উঠছে ‘জন বিশ্বাস ২.০’ বিল: প্রথমবার অপরাধে জরিমানা নয়, দেওয়া হবে ‘উন্নয়ন নোটিশ’

নয়াদিল্লি, ১৭ আগস্ট: কেন্দ্র সরকার আগামী সোমবার লোকসভায় জন বিশ্বাস (বিধি সংশোধন) বিল, ২০২৫ পেশ করতে চলেছে, যা বিভিন্ন আইনের শতাধিক ধারায় পরিবর্তন আনার পাশাপাশি প্রথমবার অপরাধ করলে জরিমানা না দিয়ে ‘উন্নয়ন নোটিশ’ দেওয়ার নতুন ধারণা নিয়ে এসেছে। এই বিল ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং এর লক্ষ্য দেশের প্রশাসনে বিশ্বাসভিত্তিক শাসন প্রতিষ্ঠা করে নাগরিক ও ব্যবসার জন্য নিয়মিত প্রক্রিয়া সহজতর করা।

বিলে প্রথমবার কোনো অপরাধ হলে সরাসরি জরিমানা না দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। দ্বিতীয়বার অপরাধে একই পরিমাণ জরিমানা ধার্য থাকবে এবং পরবর্তী অপরাধে তা বাড়ানো হবে, তবে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার মধ্যে। এই ‘জানাও–সংশোধন করো–তারপর জরিমানা’ মডেল জন বিশ্বাস ১.০-এর ‘প্রথমবার ধরা পড়লেই জরিমানা’ নীতির পরিবর্তন, যা ব্যবসা ও জীবনযাত্রায় সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

২০২৩ সালের জন বিশ্বাস আইনে ১৮০টির বেশি বিধান থেকে অপরাধমূলক শাস্তি বাদ দেওয়া হয়েছিল। এবার এই বিলের মাধ্যমে আরও ১০০টির বেশি বিধানে এ ধরনের সংশোধন আনা হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগে জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে বলেছিলেন, দেশের এমন অনেক অপ্রয়োজনীয় আইন রয়েছে যা ছোটখাটো ভুলের জন্য মানুষকে জেলে পাঠায়, সেগুলো বাতিল করা জরুরি।

উল্লেখযোগ্য হলো, ফুড কর্পোরেশন আইন এবং ভারতীয় বন আইনসহ একাধিক আইনে ইতিমধ্যে কঠোর শাস্তির ব্যবস্থা শিথিল করে শুধু জরিমানা রাখার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নতুন বিলের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়া আরও মানবিক ও কার্যকর করার লক্ষ্যে সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে।