আগরতলা, ১৭ আগস্ট : দীর্ঘ পরম্পরা ভেঙে এ বছর প্রথমবারের মতো গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ঘটনাটি ঘিরে রাজ্যে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এ প্রসঙ্গে মুখ খুললেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।
তিনি জানান, পতাকা না তোলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক এবং অবাঞ্ছিত একটি ভুল। তাঁর মতে, এ ধরনের অনুষ্ঠান পর্যবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের হলেও অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।
এছাড়াও তিনি শাসক বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি এখন শ্যামাপ্রসাদ মুখার্জী, সাভারকারের মতো রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যস্ত, যারা এক সময় স্বাধীনতার বিরোধিতা করেছিলেন এবং ব্রিটিশদের দালালি করেছিলেন। স্বাধীনতার পেছনে যারা ছুরি মারতে চেয়েছিল, তাদের নিয়ে ব্যস্ত থাকাতেই গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন করতে ভুলে গেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। সংবাদ মাধ্যমের কাছে এমনই অভিযোগ তুলে ধরলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।
2025-08-17

