আগরতলা, ১৭ আগস্ট : সি আই টি ইউ জিরানীয়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার রাজধানীর অফিস লেনস্থিত সিআইটিইউ রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হলো এক মেগা রক্তদান, দেহদান ও চক্ষুদান শিবির। দিনভর আয়োজিত এই শিবিরে বহু স্বেচ্ছাসেবক অংশ নেন।
শিবিরটি পরিদর্শন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম বর্ষীয়ান নেতা মানিক সরকার, বিরোধীদল নেতা জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, উপজাতি নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সহ আরও অনেকে। তাঁদের উপস্থিতি আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবকল্যাণের উদ্দেশ্যে এই ধরনের উদ্যোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। রক্তদান ও অঙ্গদানের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করাই তাঁদের মূল লক্ষ্য।
2025-08-17

