মনসা পূজার জন্য শাপলা ফুল তুলতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ১৭ আগস্ট: মনসা পূজার জন্য বাড়ির পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনা এই ঘটনাটিকে ঘটেছে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনীতে।

শাপলা ফুল আনতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হলো অমল কান্তি সাহার। মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর কলোনী এলাকার বাসিন্দা অমলকান্তি সাহা পেশায় ছিলেন একজন শিক্ষক। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। আজ তাদের বাড়িতে মনসা পূজা ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুল তুলতে নেমে আর পুকুর থেকে উঠতে পারেননি তিনি। বাড়ির প্রত্যেকে খোজা খুজি করে দেখতে পান পুকুরেই পরে আছে ওই ব্যক্তি।

তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা চন্দ্রপুর এলাকায়। এদিকে বাড়ির পূজার্চনা মাঝপথেই থেমে যায়।