আগরতলা, ১৬ আগস্ট: নলছড় আর ডি ব্লকের অন্তর্গত জুমের ঢেপা গ্রাম পঞ্চায়েতের অধীন বৈরাগী বাজার রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। ওই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের উচ্চ শিক্ষা এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী-কিশোর বর্মন রামঠাকুর সেবা মন্দিরের আশ্রম কর্তৃপক্ষের এই উদ্যোগকে প্রশংসা করেন। তিনি বলেন মানুষ আজ চাঁদে পৌঁছে গিয়েছে। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। কিন্তু বিজ্ঞান শুধু দুটো জিনিস আবিষ্কার করতে পারেনি এক মানুষের প্রাণ এবং দ্বিতীয় মানুষের শরীরের রক্ত। তাই রক্ত একমাত্র দানের মাধ্যমেই পাওয়া যায়। রক্ত পৃথিবীর কোন কারখানায় উৎপন্ন হয় না। তাই সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য বৈরাগী বাজার রামঠাকুর সেবা মন্দির আশ্রমে রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যের সমস্ত মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন মন্ত্রী।
এদিন তিনি আরও বলেন, রক্তদানে ভয়ের কিছু নেই সবাই রক্তদান এগিয়ে আসুন আহ্বান রেখেছেন। মন্ত্রী ছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জুমের টেপা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজলি দেবনাথ উপপ্রধান গৌতম পাল রামঠাকুর আশ্রমের সম্পাদক স্বপন লাল দত্ত গৌরাঙ্গ বণিক এবং বিশ্বজিৎ দেবনাথ সহ আরো অনেকে।

