পানিসাগর, ১৫ আগস্ট : ৭৯তম স্বাধীনতা দিবস পানিসাগর হোলি ক্রস স্কুলে জাঁকজমকপূর্ণভাবে ও দেশাত্মবোধের আবেগে উদযাপিত হয়েছে। গোটা স্কুল প্রাঙ্গণ এদিন উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।
অনুষ্ঠানের সূচনা হয় রেভারেন্ড ফাদার ক্লিমেন্ট অ্যামো, সিএসসি-র হাতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পরে তাঁর বক্তব্যে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণ করে নবীন প্রজন্মকে ঐক্য, শৃঙ্খলা ও দেশের প্রতি নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীরা মার্চ পাস্ট, বক্তৃতা, ড্রিল ও নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। দিনের বিশেষ আকর্ষণ ছিল স্কুলের নির্মাণকাজে যুক্ত দশজন শ্রমিককে সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি করে সাইকেল প্রদান।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এই আয়োজনে দেশপ্রেমের উচ্ছ্বাসের পাশাপাশি সকলকে দেশের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার অনুপ্রেরণা জাগায়।

