নয়াদিল্লি, ১৪ আগস্ট : ভারত ও চীন পাঁচ বছর পর ফের সীমান্ত বাণিজ্য শুরু করার প্রক্রিয়ায় রয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা হ্রাস পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক।
পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা চীনা পক্ষের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। নির্দিষ্ট তিনটি বাণিজ্য পয়েন্ট, উত্তরাখণ্ডের লিপুলেখ পাস, হিমাচল প্রদেশের শিপকি লা পাস এবং সিকিমের নাথু লা পাস এর মাধ্যমে বাণিজ্য চালুর বিষয়ে আলোচনা চলছে। নতুন কোনও আপডেট এলে আমরা জানাবো।
এদিকে ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠক আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১৮ আগস্ট ভারত সফরে আসবেন। তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, গালওয়ান উপত্যকায় ২০২০ সালের জুনে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের পর এটাই হতে চলেছে কোনও চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর। ফলে কূটনৈতিক মহলে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এছাড়াও দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আগামী মাস থেকেই পুনরায় চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারত সরকার ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো-সহ একাধিক বিমান সংস্থাকে জানিয়েছে, চীনের উদ্দেশ্যে ফ্লাইট চালুর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির সূচনালগ্ন থেকেই ভারত-চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু এবং বিশেষ প্রতিনিধি পর্যায়ে বৈঠকের মতো পদক্ষেপগুলি ভারত-চীন সম্পর্কে বরফ গলার ইঙ্গিত দিচ্ছে। তবে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত জটিলতা সম্পূর্ণ মিটতে এখনও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

