লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নির্দেশে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে নগদ অর্থ কেলেঙ্কারির তদন্তে তিন সদস্যের প্যানেল গঠন

নয়াদিল্লি, ১২ আগস্ট : দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাসভবনে আগুন লাগার পর উদ্ধার হওয়া বিপুল পরিমাণ পুড়ে যাওয়া ও আধা-পোড়া নগদ টাকা উদ্ধারের ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল লোকসভা। অধ্যক্ষ ওম বিড়লা মঙ্গলবার তিন-সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন। তাঁদের কাজ হবে বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা। এই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি মনীন্দর মোহন এবং প্রবীণ আইনজীবী বি ভি আচার্য।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ মার্চ দিল্লি হাই কোর্টের বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালীন যশবন্ত বর্মার বাসভবনে আগুন লাগে। সেই ঘটনায় উদ্ধার হয় বিপুল পরিমাণ পোড়া ও আধা-পোড়া নগদ অর্থ। ২১ মার্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বিচারপতি বর্মার লিখিত জবাব চেয়ে পাঠান। পরদিনই তিনি অভিযোগ অস্বীকার করে জবাব দেন। এরপরেই সঞ্জীব খন্না তিন সদস্যের একটি ইন-হাউস তদন্ত কমিটি গঠন করেন এবং সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তদন্ত সংক্রান্ত রিপোর্ট, ছবি ও ভিডিও প্রকাশ করে।

তবে ইন-হাউস কমিটির রিপোর্ট বাতিল করার দাবিতে বিচারপতি বর্মা পরে একটি গোপন পরিচয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। কিন্তু গত সপ্তাহে সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয় এবং জানায় যে, বিচারপতির আচরণে বিশ্বাসযোগ্যতা নেই। আদালত আরও বলে, প্রধান বিচারপতির দায়িত্ব শুধু প্রশাসনিক না, জাতির প্রতি তাঁর কিছু কর্তব্যও রয়েছে। তাই তিনি শুধুমাত্র “ডাকঘর” হয়ে থাকতে পারেন না।

আদালতের প্রশ্ন, বিচারপতি বর্মা কেন প্রথমেই ইন-হাউস কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ করেননি এবং পরে সুপ্রিম কোর্টে আসেন? এই ঘটনার জেরে এবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তিন সদস্যের পৃথক তদন্ত প্যানেল গঠনের মাধ্যমে বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের গভীরে যাওয়ার বার্তা দিলেন।