আগরতলা, ১২ আগস্ট : বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সোচ্চার হয়েছে সিপিআইএম উত্তর আগরতলা অঞ্চল কমিটি। আজ স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে রাজপথে মিছিল করে বিদুৎ দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন নেতা কর্মীরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সিপিআইএম নেতা বলেন, স্মার্ট মিটার লাগানো এবং বিদ্যুৎ বিলে অযৌক্তিক বৃদ্ধি জনজীবনে যে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। সারাদেশে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে জনগণ শামিল হচ্ছে। পশ্চিমবাংলা বিজেপি নেতারা স্মার্ট মিটারের নামে সেখানে তৃণমূল সরকারকে একহাত নিয়ে যখন আকাশ-পাতাল গরম করছে ঠিক তখন রাজ্যে বিজেপি শাসিত রাজ্য স্মার্ট মিটার বসানোর জন্য মানুষের হয়রানির চূড়ান্ত সীমায় নিয়ে যাচ্ছে।
তাঁর অভিযোগ, স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে হয়রানি চূড়ান্ত সীমানায় নিয়ে গিয়ে তাদের পকেট কাটছে। রাজ্যে স্মার্ট মিটার বসানো যাবে না।

