শ্রাবণের শেষ সোমবারে ভক্তদের বিশেষ পূজার্চনা

আগরতলা, ১১ আগস্ট: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। ভক্তি ভরে রাত জেগে মহাদেবের আরাধনায় ব্রতী হয়েছেন শিবভক্তরা। রবিবার রাত থেকে শুরু হয় পায়ে হেঁটে ভোলানাথের নাম জপ করতে করতে সুদূর হাওড়া নদী থেকে জল এনে পূজার্চনার কর্মসূচি। গোটা রাত জেগে হাওড়া নদী থেকে জল এনে শিবের মাথায় সেই জল ঢেলে বিশেষ পূজার্চনা করেছেন ভক্তরা।

কথিত আছে, শ্রাবণ মাসে শিবের আরাধনায় ব্রতী হলে বিশেষ পুণ্য অর্জন হয়। আর শ্রাবণের শেষ সোমবারে শিব ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনাই লক্ষ্য করা যায়। শ্রাবণের শেষ সোমবারে শিবের আরাধনা হিন্দু ধর্মে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। শ্রাবণ মাস শিবের প্রিয় মাস হিসেবে ধরা হয়, আর সোমবার শিবপূজার জন্য শুভ বলে বিবেচিত। বিশ্বাস করা হয় যে শ্রাবণের শেষ সোমবারে শিবপূজা করলে বছরের সমস্ত সোমবারের পূজার সমান ফল লাভ হয়।

এদিন গোটা রাতব্যাপী রাজধানী আগরতলার রাস্তায় শিব ভক্তদের ঢল লক্ষ্য করা গেছে। রাত জেগে প্রত্যেকেই হাওড়া নদী থেকে জল এনে শিব পূজায় ব্রতী হয়েছেন। রাজধানীর শিব মন্দিরগুলিতেও সকাল থেকে ভক্তপ্রান জনগণের ভিড় লক্ষ্য করা গেছে। শিবের মাথায় জল ঢেলে প্রত্যেকেই পরিবারের মঙ্গল কামনায় পূজার্চনা করেছেন এদিন।

———–