ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস পালন করল ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি

আগরতলা, ১১ আগস্ট: আজ ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস। প্রতিবছরের মতো আজকেও ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালন করেছে ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি।

আজ সকালে কমিটির উদ্যোগে এক র‍্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তীতে উজ্জয়ন্ত প্রসাদের সামনে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে এসে এই র‍্যালীর সমাপ্তি ঘটে। দিনটিকে সামনে রেখে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কমিটির সদস্যরা। পরে সেখানেই এক সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এদিন ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির জনৈক সদস্য বলেন, আজকের দিনেও পরাধীন ভারতে স্বাধীনতার লড়াইয়ে বীর বিপ্লবী
ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিয়েছিলেন। প্রতিবছরের মতো এবারও ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হয়েছে কমিটির উদ্যোগে। তিনি বলেন, স্বাধীনতার ৭৭ বছর পরেও ক্ষুদিরাম বসু যে কারণে আত্ম বলিদান দিয়েছিলেন তা অপূরণীয় রয়ে গেছে। তাই, ছাত্রসমাজ, যুবসমাজ সহ প্রত্যেককে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেন তিনি।

————–