মহকুমা শাসকের অফিসে দালালের হাতে সাংবাদিক আক্রান্ত, অভিযুক্ত গ্রেফতার

আগরতলা, ১১ আগস্ট: সরকারি অফিস প্রাঙ্গণে দালালচক্রের দৌরাত্ম্য প্রকাশ্যে এল আজ দুপুরে। যখন ধর্মনগরে মহকুমা শাসকের অফিস কমপ্লেক্সে খবর সংগ্রহে গিয়ে এক সাংবাদিক দালালের হাতে আক্রান্ত হন। দীর্ঘদিন ধরেই স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ আসছিল— অফিস প্রাঙ্গণে কিছু দালাল অবৈধভাবে মোটা টাকার বিনিময়ে ভারতের বাইরে থেকে আসা বাংলাদেশি নাগরিকদের আধার কার্ড ও অন্যান্য নথিপত্র তৈরি করে দিচ্ছে।

আজ, ১১ আগস্ট দুপুর প্রায় ১টার সময়, ওই অভিযোগের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক তদন্তে যান মহকুমা শাসকের অফিসে, যেখানে দালালদের সক্রিয় আস্তানা রয়েছে বলে অভিযোগ। সেখানে সাংবাদিকদের সামনে পড়ে যায় অভিযুক্ত দালাল বিজন ঘোষ। সাংবাদিকদের দেখে সে পালিয়ে গিয়ে একটি কক্ষে ঢোকে।

তদন্তে থাকা সাংবাদিক পার্থসারথি দাস যখন তার পরিচয় জানতে চান, তখনই বিজন ঘোষ সবার সামনে তার উপর চড়াও হয়। শুধু তাই নয়, তার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পালানোর উদ্যোগ নেয়। তবে অন্যান্য সাংবাদিকরা তাকে আটক করে একটি স্থানে বসিয়ে রাখেন এবং ধর্মনগর থানায় খবর দেন।

খবর পেয়ে নবনিযুক্ত ওসি মিনার দেববর্মা দ্রুত পদক্ষেপ নেন। থানার আধিকারিক দল ঘটনাস্থলে পৌঁছে আক্রমণকারী বিজন ঘোষকে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের বক্তব্য— সরকারি অফিস প্রাঙ্গণে দালালদের এমন দৌরাত্ম্য এবং সংবাদকর্মীর উপর প্রকাশ্য হামলা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ। এখন প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ চক্রের মূল হোতারা কে এবং তাদের বিরুদ্ধে প্রশাসন কতটা কঠোর পদক্ষেপ নেবে।