আগরতলা, ১১ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোয়েন্দা দক্ষতার জন্য মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন রাজ্য পুলিশের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন ক্যাটারিতে পুরস্কার পাচ্ছেন মোট ১৪ জন পুলিশ আধিকারিক।
স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে ওই পদক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হবে। গোয়েন্দা দক্ষতার অবদানের জন্য আইপিএস কৃষ্ণেন্দু চক্রবর্তী পদক পাচ্ছেন। তাছাড়া, আইন-শৃঙ্খলা রক্ষায় কান্তা জানগির ও জয়ন্ত কর্মকারকে সম্মানিত করা হবে। সন্ত্রাসবিরোধী অভিযানে জেরেমিয়া ডারলং ও মাদকবিরোধী অভিযানে সৌগত চাকমা স্বীকৃতি পাচ্ছেন।
এছাড়াও কমিউনিটি পুলিশিং, প্রশিক্ষণ ও ক্রীড়া সাফল্যে আরও কয়েকজন কর্মকর্তা পুরস্কৃত হচ্ছেন।

