আগরতলা, ১০ আগস্ট : কাশিপুরে ঘটে যাওয়া সার মোটরস চুরি কাণ্ডে বড় সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম ধনঞ্জয় শীল ও দীপতনু পাল। পুলিশের দাবি, তাদের কাছ থেকেই চুরি যাওয়া মোটরস উদ্ধার করা হয়েছে।
পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সম্প্রতি কাশিপুর এলাকা থেকে একটি সার মোটরস চুরির অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পূর্ব থানার একটি বিশেষ দল। তল্লাশি চালিয়ে অবশেষে দুই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ।
চোরকে শনাক্ত করতে পুলিশ অভিযান চালিয়ে কাশিপুরের বিভিন্ন এলাকা থেকে ধনঞ্জয় শীল ও দীপতনু পালকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করলে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া সার মোটরস উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা নথিভুক্ত করা হয়েছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

