আগরতলা, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সোনামুড়া বড়নারায়ণ এলাকার রাস্তা সংস্কার করছে না সরকার, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। অভিযোগ ১ কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার ৭৮৫ টাকার টেন্ডার হলেও নদীর পাড়ের রাস্তার কাজ শুরু হচ্ছে না।
২০২৪ সালের বন্যায় গোমতী নদীতে তলিয়ে যায় সোনামুড়া বড়নারায়ণ এলাকার একমাত্র সড়কটি। দীর্ঘ দুই বছরে বহু নেতা মন্ত্রী পরিদর্শনে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। বোল্ডার না দেওয়ায় দুই বছরে তলিয়ে গেছে গোমতীর পাড়ে থাকা চার পাঁচটি বাড়িও।
দীর্ঘ দুই বছর বহু আন্দোলন এবং লাগাতার খবরের জেরে অবশেষে নদী ভাঙ্গন রোধে টেন্ডার জারি করেছে জলসম্পদ বিভাগ। ১ কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার ৭৮৫ টাকা মূল্যের টেন্ডার জারির পর জনগণ আশার আলো দেখলেও টেন্ডার আর বাস্তবে রূপ নেবে কিনা এই নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে জনগণের মনে। টেন্ডার জারি হওয়ার পর এক ঠিকাদার টেন্ডার পেলেও, এখনো কাজ শুরু হচ্ছে না। ফলে গোটা রাস্তাটি নদী গর্ভে তলিয়ে যাওয়ায় আশঙ্কা করছেন স্থানীয়রা। একবার ফের অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ জনগণ। নাহলে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

