সমানাধিকারের দাবিতে শহরে মিছিল করলেন তৃতীয় লিঙ্গের নাগরিকরা

আগরতলা, ৯ আগস্ট : শনিবার তৃতীয়বারের মতো ত্রিপুরা কুইয়ার প্রাইড ওয়াক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজপথে শোভাযাত্রায় পা মেলালেন এলজিবিটি সমাজের নাগরিকরা। এদিনের শোভাযাত্রাটি উমাকান্ত স্কুল থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

প্রসঙ্গত, গত ২০২২ সালের সেপ্টেম্বরে আগরতলায় প্রথম কুইয়ার প্রাইড ওয়াক অনুষ্ঠিত হয়েছিল। “স্বাভিমান” নামে একটি স্থানীয় এলজিবিটিকিউ কর্মীদের সামাজিক গোষ্ঠী দ্বারা আয়োজিত হয়েছিল। ত্রিপুরা কুইয়ার প্রাইড ওয়াক” মূলত একটি শোভাযাত্রা যা ত্রিপুরার কুইয়ার সম্প্রদায়ের মানুষদের দ্বারা আয়োজিত হয়। এই হাঁটার মূল উদ্দেশ্য হল সমাজে তাদের প্রতি প্রচলিত কুসংস্কার ও বৈষম্য দূর করা এবং সকলের জন্য সম্মান ও সমতার বার্তা পৌঁছে দেওয়া।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নাগরিক বলেন, আমরা সবাই মানুষ। মানুষ হিসেবেই বাঁচার অধিকার আমাদের সকলের রয়েছে। আমি যেভাবে আমাকে সেভাবেই গ্রহণ করা হোক। কোন বাধ্যবাধকতা বা জোর জুলুম করে নয়। সকলে যেভাবে বাঁচেন, আমরাও সেভাবে বাঁচতে চাই। দেশের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে, অনুরোধের সুরে বলেন তিনি।

তাঁর বক্তব্য, লিঙ্গের অধিকার শুধুই আমাদের। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। তবে, কেন আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হবো। তাঁর দাবি, ত্রিপুরায় অনেকেই প্রকাশ্যে আসতে চাইছে না। পারিবারিক এবং সামাজিক চাপে নিজেদের গুটিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। কিন্তু, এই অন্যায় মেনে নেওয়া উচিত নয়।