প্রতিবছরের মতো এবারও জাতীয় পতাকা তৈরিতে ব্যস্ত ধর্মনগরের ব্যবসায়ী রূপম রায়

ধর্মনগর, ৯ আগস্ট: প্রতিবছরের মতো এবারও ধর্মনগরের কালীবাড়ি রোড এলাকার ব্যবসায়ী রূপম রায় জাতীয় পতাকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন।

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আর মাত্র কয়েক দিন বাকি। তাই তিনি ছোট, বড়, মাঝারি—সব আকারের পতাকার পাশাপাশি তৈরি করেছেন অত্যাধুনিক ডিজাইনের জাতীয় পতাকাও। ধর্মনগরবাসী যেন কম খরচে নিজেদের বাড়িতে পতাকা স্থাপন করতে পারেন, সেই কথা ভেবেই তিনি দামী ও সাশ্রয়ী—সব ধরনের পতাকা প্রস্তুত করেছেন, বলে জানিয়েছেন।