আগরতলা, ৯ আগস্ট: খোয়াই থানার অন্তর্গত লালটিলা এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ভস্মীভূত হয়ে গেছে। ওই অগ্নিকাণ্ডে প্রায় কুড়ি লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে খোয়াই থানার অন্তর্গত লালটিলা এলাকাতে শীতল নমর বাড়িতে রাত্রি আগুন লাগে। এতে ঘর পুড়ে একদম ছাই হয়ে যায়। তবে এই ঘটনার সময় পরিবারের লোকজন বাড়িতে ছিল না। আগরতলা কোন কাজে গিয়েছিল। এ ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি বাড়িতে চলে আসে।
জানা যায়, এই আগুনের ঘটনায় পরিবারের লোকজনের বক্তব্য প্রায় কুড়ি লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই আগুন লাগার কারণ সম্বন্ধে পরিবারের লোকজন অবগত নয়। কিভাবে এই আগুন লাগলো তা কেউ বলতে পারছেন না।

