বিশালগড়, ৭ আগস্ট : গাঁজা ভর্তি মারুতি গাড়ি আটক করল বিশালগড় থানার পুলিশ। ঘটনা গকুলনগর সুকান্ত কলোনি এলাকার সিএসআর ক্যাম্পে। গাড়ির চালক পলাতক।
গোপন খবরের ভিত্তিতে সুকান্ত কলোনি এলাকায় ৯৮ কেজি শুকনো গাঁজা সহ গাড়ি আটক করলো বিশালগড় থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলে। ঘটনাস্থল থেকে মারুতি কোম্পানির গাড়ি সহ গাঁজা ফেলে পালিয়ে যায় গাঁজা কারবারিরা। বহিঃরাজ্যের প্রচার করতে গাঁজাগুলি রেলস্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে বিশালগড় থানা পুলিশের কাছে গোপন খবর আসে।
পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে গাঁজা ভর্তি গাড়ি ফেলে পালিয়ে যায় গাঁজা কারবারিরা। পরবর্তী সময়ে ডিসিএম প্রসেনজিৎ দাসের উপস্থিতিতে সমস্ত গাঁজা পরিমাপ করে বিশালগড় থানায় নিয়ে আসে পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি বিজয় দাস সহ গোটা পুলিশ টিম। এই ঘটনা জড়িতদের উদ্দেশ্যে তল্লাশি জারী রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

