আনুমানিক ৭ কোটি টাকার হেরোইন উদ্ধার

আগরতলা, ৭ আগস্ট : মাদক বিরোধী অভিযানের ফের বড়সড় সাফল্য পেল কাছাড় জেলা পুলিশ। পৃথক অভিযানে বিপুল পরিমাণ নেশাসামগ্রী সহ দুই মহিলা ও তিন যুবক আটক করতে সক্ষম হয়েছে কাছাড় জেলা পুলিশ।

পুলিশ জানায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশের একটি বিশেষ ঠিম কাছাড় জেলার সোনাবাড়ি ঘাট ও লক্ষীপুর থানা আন্তর্গত মারকুলিন এলাকার দুইটি পৃথক,পৃথক স্থানে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালায়। এতে বৃহৎ পরিমাণে হেরোইন সহ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা সহ পাঁচ জন ড্রাগস্ পাচারকারীকে আটক করেছে পুলিশ। ২১৬ গ্রাম হেরোইন ও ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা সহ ড্রাগস ব্যবসায়ীর সঙ্গে জড়িত দুইজন মহিলা ও তিন যুবককে আটক করে এবং দুইটি গাড়িও জব্দ করতে সক্ষম হয় কাছাড় জেলা পুলিশ।

ধৃতরা হলো আয়েশা বেগম চৌধুরী, মুসলিমা বেগম মজুমদার, জালাল আহমেদ চৌধুরী, রবিজুল আলী চৌধুরী,লালপুর সিং।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটও হেরোইনের বাজার মূল্য অনুমানিক ৭ কোটি টাকার মত হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো। তিনি আরো বলেন বহিঃরাজ্য থেকে ড্রাগস্ পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলায় এবং আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে কাছাড় জেলাকে ড্রাগস্ মুক্ত করার লক্ষে পুলিশ কাজ করে যাচ্ছে।তাই এমন অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।