বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশা কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৬ আগস্ট : বিগত তিন মাস ধরে কৈলাসহর মহকুমার আশা মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না। বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন কর্মীরা।

ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পিয়ালী চক্রবর্তী, শিল্পী দেব, মঞ্জু দেব, ঝুমা দাস সহ আরও অন্যান্যরা। ডেপুটেশন শেষে পিয়ালী চক্রবর্তী জানান যে, বিগত তিন মাস ধরে আশা কর্মীদের মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না। অবিলম্বে বকেয়া মাসিক ভাতা সহ প্রতি মাসে নিয়মিত ভাবে ভাতা প্রদান করতে হবে। রাজ্য সরকারের ঘোষিত এক হাজার টাকা প্রতি মাসে প্রদান করতে হবে এবং বকেয়া জমাকৃত টাকা এককালিন মিটিয়ে দিতে হবে। বকেয়া ৩৩ শতাংশ ও একশো শতাংশ ইনসেনটিভ অবিলম্বে প্রদান করতে হবে। কোভিড কালীন সময়ের বকেয়া অতিরিক্ত পারিশ্রমিক সহ স্মার্ট কার্ড এবং আভা কার্ড বিতরনের পারিশ্রমিক অবিলম্বে প্রদান করতে হবে।

এমনকি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আশা কর্মীদের নিয়মিত করতে হবে এবং আঠারো হাজার টাকা মাসিক বেতন ভাতা প্রদান করতে হবে। মূলত এই পাঁচ দফা দাবিতেই আশা কর্মীরা ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমা আশা কর্মীদের জানান যে, আগামী সোমবার আশা কর্মীদের বেতন দেওয়া হবে এবং বাকী দাবী গুলো তিনি উর্ধতন কর্তৃপক্ষের নজরে নেবেন। আগামী সোমবার বেতন না দিলে আশা কর্মীরা কৈলাসহরে বৃহত্তর আন্দোলন করবে বলেও জানায় আশা কর্মীরা। মাসিক বেতন পাওয়ার জন্য আশা কর্মীরা মূখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করার পূর্বে দপ্তরের অন্যান্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেছে বলেও জানান আশা কর্মীরা।